কাটাখালীতে প্রার্থীতা হারালেন আ.লীগ নেতা আবু সামা

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০; সময়: ১১:১৮ অপরাহ্ণ |
কাটাখালীতে প্রার্থীতা হারালেন আ.লীগ নেতা আবু সামা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর কাটাখালি পৌরসভায় সাতজনের প্রার্থীতা বাতিল করেছে রিটানিং অফিসার। বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে তাদের প্রার্থীতা বাতিল করা হয়। এর মধ্যে একজন মেয়র প্রার্থী, একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও পাঁচজন সাধারণ কাউন্সিলর প্রার্থী।

বাতিল হওয়া প্রার্থীর মধ্যে পবা উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আবু সামা প্রার্থীতা বাতিল হয়। মঙ্গলবার পবা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তারা।

এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে টিকে থাকলেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্বাস আলী, বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক সিরাজুল হক, আওয়ামী লীগ নেতা আবু মোত্তালেব মোল্লা, যুবলীগ নেতা খোকনুজ্জামান মাসুদ এবং জামায়াত নেতা মাজেদুর রহমান ও আব্দুল হাই। তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

এছাড়াও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৪ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

কাটাখালী পৌরসভার আয়তন সাড়ে ২৪ বর্গকিলোমিটার। ভোটার সংখ্যা ২২ হাজার ২০০ জন। এর মধ্যে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটার ১৫৭ জন বেশী।

তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ ডিসেম্বর। এর পরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে। প্রতিটি পৌরসভাতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে