পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিলের সিদ্ধান্ত ২৯ নভেম্বর

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২০; সময়: ১১:৩৫ অপরাহ্ণ |
পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিলের সিদ্ধান্ত ২৯ নভেম্বর

পদ্মাটাইমস ডেস্ক : আসন্ন পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল নির্ধারণের জন্য আগামী ২৯ নভেম্বর বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার নির্বাচন কমিশনের উপ সচিব মো. সাবেদ উর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানা যায়।

নোটিশে বলা হয়েছে, আগামী ২৯ নভেম্বর বিকাল তিনটায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের ৭৩ তম সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় পৌরসভার সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিলসহ আরও কয়েকটি এজেন্ডা নিয়ে আলোচনা করা হবে।

অন্যান্য এজেন্ডাগুলো হলো- নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ, নির্বাচন কমিশন সচিবালয়ের দ্বিতীয় শ্রেণির প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা পদ হতে নির্বাচন অফিসার বা সমমান পদে পদোন্নতি সংক্রান্ত, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় পত্র সেবা প্রদানের ফি নির্ধারণ, আপিল বিভাগের সিভিল আপিল নং ২১/২০১১, ২২/২০১১, ২৩/২০১১, ২৪/২০১১ এর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণসহ আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে।

সভায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনের গঠন ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপসচিবরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

  • 137
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে