মুন্ডুমালা পৌর বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে প্রার্থী ঘোষনা থেকে হটলেন শরিফ

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২০; সময়: ৬:৪৬ অপরাহ্ণ |
মুন্ডুমালা পৌর বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে প্রার্থী ঘোষনা থেকে হটলেন শরিফ

নিজস্ব প্রতিবেদক, বরেন্দ্র অঞ্চল : রাজশাহীর তানোর উপজেলার প্রয়াত বিএনপির নেতা শীষ মোহাম্মদের মৃত্যু বাষির্কি উপলক্ষ্যে মুন্ডুমালায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল।

মাহাফিল শেষে মুন্ডুমালা পৌর বিএনপির মেয়র প্রার্থী ঘোষনা দেয়া কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুফের মধ্যে হট্টগোল শুরু হয়। অবশেষে কোন প্রার্থী ঘোষণা না করেই নেতাকর্মীদের তোপের মুখে স্থান ত্যাগ করেন বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ভাই অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা শরিফ উদ্দিন।

রবিবার বিকালে মুন্ডুমালা পৌর বিএনপির উদ্যোগে বাজারে অস্থায়ী কার্যালয়ে আয়োজিন মিলাদ মাফলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে এসেছিলেন অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা শরিফ উদ্দিন।
দোয়া মাহফিলে মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠান মাগরিফ নামাজের আগ মুহুর্তে শেষ হয়ে যায়।

পৌর বিএনপির একাধিক নেতা জানান, প্রয়াত বিএনপির নেতা শীষ মোহাম্মদ স্বরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। আয়োজন শেষে নেতাকর্মীদের আগে না জানিয়ে হঠাৎ করে এক প্রার্থীর হয়ে পৌরসভায় মেয়র প্রার্থী ঘোষনা দেয়া হবে বলে জানান অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা শরিফ উদ্দিন।
এতে করে মোজ্জামেল হক ও ফিরোজ কবির এর নেতাকর্মীদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায়। হট্টগোলের এক পর্যায়ে বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ভাই অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা শরিফ উদ্দিন নেতাকর্মীদের তোপের মুখে দ্রত বের হয়ে গাড়ি উঠে স্থান ত্যাগ করেন।

মুন্ডুমালা পৌর সভায় এবার বিএনপির সাবেক সভাপতি মোজ্জামেল হক ও যুবদল নেতা ফিরোজ কবির মেয়র পদে মনোনয়ন চাইছেন।

মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, দোয়া মাহফিলে কথ্ াবলেই এখানে নেতাকর্মীদের ডাকা হয়েছে। প্রার্থী ঘোষনা করলে জেলা পর্যায়ের নেতারা করবেন। এখানে শরিফ উদ্দিনকে ফিরোজ কবিরসহ তার অনুসারীরা ভুল বুঝিয়ে প্রার্থী ঘোষনার চেষ্টার করছিলেন। তাই নেতাকর্মীরা বাধা দিয়েছেন।

মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক আবুল কাশেম বলেন,প্রয়াত বিএনপির নেতা শীর্ষ মোহাম্মদ স্বরণে দোয়া মাহফিল ছিল। এখানের সাবেক সেনা কর্মকর্তা শরিফ উদ্দিনকে প্রধান অতিথি করা হয়েছিল। নেতাকর্মীদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে কোন প্রার্থী ঘোষণা করা হয়নি।

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে