ছাত্রলীগ নেতা আতিকের হামলাকারিদের দ্রুত গ্রেপ্তার দাবি

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২০; সময়: ৮:২৪ অপরাহ্ণ |
ছাত্রলীগ নেতা আতিকের হামলাকারিদের দ্রুত গ্রেপ্তার দাবি

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর বাংলাদেশ চাইর সম্মানিত সদস্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মু.আতিকুর রহমান সুমনের আশু আরোগ্য কামনা এবং হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালিয়ে হাতের রগ কেটে দেয়ার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্বাধীনতার স্বপক্ষের অরাজনৈতিক সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই।

বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই আহ্বায়ক আসলাম-উদ-দৌলা (সাধারণ সম্পাদক, রাজশাহী প্রেসক্লাব) এবং সদস্য সচিব খালেদ হাসান বিপ্লব (সাবেক সেক্রেটারী, রাবি ছাত্রলীগ) রাজশাহী মেডিক্যেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সংগঠনের সদস্য সাবেক ছাত্রনেতা আতিকের চিকিৎসার খোঁজখবর নেন। এসময় অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে আন্দোলন কর্মসূচিতে নামার ঘোষণা দেয়া হয়।

এরআগে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে নেতৃবন্দ বলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সাবেক ছাত্রনেতার উপর বর্বর হামলা জেলা শহরসহ সারাদেশের শান্তিকামী মানুষকে আতংকিত করেছে। যখন চাঁপাইনবাবগঞ্জ সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিতিকে পেছনে ফেলে শান্তি প্রতিষ্ঠায় দল-মত-নির্বেশেষে সবাই একতাবদ্ধ ঠিক সেসময়ে এই ন্যাক্কারজনক ঘটনায় জনগণ বিক্ষুব্ধ।

সারাদেশের মানুষ নিন্দা জানাচ্ছে। হামলার ঘটনায় একজন বিএনপি নেতার নিকট আত্মীয়ের (ভাতিজা) নাম এসেছে। অপরাধী যে দলের হোক না কিংবা যে নেতার আত্মীয় হোক না কেন তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। বর্তমান সময়ে সরকার সচেষ্ট আছে যেন অপরাধ করে কেউ পার পেয়ে না যায়। আইনের প্রয়োগ নিশ্চিত করা হয়েছে। আইনের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধাবোধের পরিধি বেড়েছে। একে কোনভাবে ক্ষুণ্ন হতে দেয়া যাবে না

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে