বিক্ষোভ কর্মসূচি ডেকেও মাঠে নেই ছাত্রদলের নেতা-কর্মীরা

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০; সময়: ৯:৩৭ অপরাহ্ণ |
বিক্ষোভ কর্মসূচি ডেকেও মাঠে নেই ছাত্রদলের নেতা-কর্মীরা

পদ্মাটাইমস ডেস্ক : বিচ্ছিন্নভাবে পালিত হয়েছে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি। ঢাকাসহ দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি ডেকেও মাঠে ছিলেন না ছাত্রদলের নেতা-কর্মীরা। যদিও তাদের অনেকেই জামিন চাইতে আদালতে যান আর পরে জানান কর্মসূচি সফল হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বের দাবি, মামলা-গ্রেপ্তারসহ দমন-পীড়নের মুখে কৌশলগত কারণে নিজেদের মতো কর্মসূচি পালন করছে ছাত্রদল।

ঢাকা ও সিরাজগঞ্জের দুটি আসনে উপ-নির্বাচনকে ঘিরে বাসে অগ্নিসংযোগ ও দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি ডাকে ছাত্রদল। রাজধানীতে এ কর্মসূচি সীমিত ছিল দু’একটি জায়গায় ঝটিকা মিছিলে। তবে ঢাকার বাইরে বেশ কয়েকটি জেলায় কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।

বুধবার দুপুরে, আদালতে হাজিরা দিয়ে জামিন পাওয়ার পর ছাত্রদলের সাধারণ সম্পাদক জানান রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি সফল হয়েছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, আমাদের নামে মিথ্যা মামলার অভিযোগে সারা বাংলাদেশে আজকেও জেলা, মহানগর এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গণতান্ত্রিক পরিবেশ বিনির্মাণে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

গণমাধ্যমে প্রচারণা না থাকায় ছাত্রদলের কর্মসূচি দৃশ্যমান নয় বলে দাবি সংগঠনটির সভাপতি ফজলুর রহমান খোকনের। তিনি বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রদলের সংবাদ প্রচারে সাংবাদিকদের নিরুৎসাহিত করা হয় যাতে করে সংবাদগুলো প্রচার করা না হয়। আর কোন আন্দোলন সংগ্রামই একদিনের সফলতার মুখ দেখে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই এই সরকারের পতন আমরা ঘটাবো।

গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থানের সংগ্রাম অব্যাহত আছে বলেও জানান ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে