সবাইকে বঙ্গন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২০; সময়: ৩:১৯ অপরাহ্ণ |
সবাইকে বঙ্গন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : কোন বিভেদ নয়, সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাইকে মনে রাখতে হবে যুবরাই দেশে আগামী দিনের নেতৃত্ব। তাই যুবলীগকে দেশের ও দলের জন্য মূখ্য ভূমিকা পালন করতে হবে। সবাইকে মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। আজ ১১ নভেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি ভার্চুয়াল পদ্ধতিতে বক্তৃতায় প্রধান অতিথি হিসাবে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন সাগরের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যন ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা কৃষকলীগের আহবায়ক অবিনাষ চন্দ্র মহন্ত, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবরের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হোসেন মাহমুদ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, নিতাই চন্দ্র, সাংগঠনিক সম্পাদক সোনাতন টুডু, স্বপন আহমেদ ষ্টার, আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক সঞ্জিত কুমার, মহিলা সম্পাদিকা সাজেমা আকতার, হাজিনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নূরুন নবী স্বপন, চন্দননগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শিশ মোহাম্মাদ, সাধারণ সম্পাদক আঃ রশিদ, ভাবিচা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাশিদুল ইসলাম সেতু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইব্রাহীম মিলন, সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন জুয়েল, রসুলপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন জুয়েল, পাড়ইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আল হাসিব হ্যামলেট, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মেজবাউল হক শাহ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রঞ্জু আহমেদ, সাধারণ সম্পাদক আবু সায়েদ রতন প্রমূখ।

আলোচনা সভার পূর্বে স্মৃতিস্তম্ভে গাছর চারা রোপন করা হয়। শেষে কেকে কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচীর সমাপ্ত করা হয়।

 

  • 59
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে