রাজশাহীতে র‌্যালীর সামনে দাড়ানো নিয়ে যুবদলে সংঘর্ষ

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২০; সময়: ১১:৫৬ অপরাহ্ণ |
রাজশাহীতে র‌্যালীর সামনে দাড়ানো নিয়ে যুবদলে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে দুই গ্রুপের সমর্থকদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে নগরের অলোকার মোড়ে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। পরে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য মতে, যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে মঙ্গলবার বিকেলে র‌্যালির আয়োজন করা হয়। নগরীর অলোকার মোড়ে মাথায় সাদা ও হলুদ কাপড় বাঁধা দুই গ্রুপের জড়ো হয়। পরে র‌্যালিতে ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে উভয় গ্রুপের নেতাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় রাস্তায় যাববাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে দেয়।

জানা গেছে, মাথায় সাদা ও হলুদ কাপড় বাঁধা নেতাকর্মীরা রাজশাহী মহানগর যুবদলের সহসভাপতি মাইনুল হক হারু এবং সাংগঠনিক সম্পাদক ও ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটো গ্রুপের সমর্থক। এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে।

মঙ্গলবার রাতে যোগাযোগ করা হলে মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটো বলেন, এটা ছোট একটা ঘটনা। ওরা (যুবকরা) নিজেদের নিজেদের মধ্যে উত্তেজিত হয়ে পড়ে। টিটো দাবি করেন, এটা কোন টিটো বা হারু গ্রুপের বিষয় না। তাদের মধ্যে কোন বিভেদ নেই।

টিটো বলেন, এখনো আমরা (টিটো ও হারু) একত্রে বসে চা খাচ্ছি। এসময় তিনি তার পাশে বসে থাকা মহানগর যুবদলের সাহসভাপতি মাইনুল হক হারুকে ফোন ধরিয়ে দেন। হারু বলেন, যুবদলের মধ্যে কোন বিভেদ নেই। আমরা একত্রে দলকে এগিয়ে নিতে কাজ করছি।

  • 44
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে