রাজশাহীর ২ নেতা কৃষক লীগের কেন্দ্রে স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২০; সময়: ১১:০৯ অপরাহ্ণ |
রাজশাহীর ২ নেতা কৃষক লীগের কেন্দ্রে স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : গত ১৯ অক্টোবর আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত কমিটির চিঠি সংগঠনটির সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির হাতে হস্তান্তর করা হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে রাজশাহী থেকে আব্দুল লতিফ তারিনকে সহসভাপতি এবং জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবুকে সদস্য করায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংগঠনটির সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিকে রাজশাহীর নেতাকর্মীদের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পৃথক বিবৃতিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তাজবুল ইসলাম প্রধানমন্ত্রীসহ কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অভিনন্দন জানান।

তারা বলেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটিতে দুইজনকে স্থান দেওয়ায় সংগঠনের রাজশাহীর নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। আমরা আশা করে এর মাধ্যমে রাজশাহীতে কৃষকলীগের সংগঠনিক অবস্থান আরও শক্তিশালী হবে এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে পারবেন।

  • 105
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে