ভোট দিবেন না মকে

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২০; সময়: ১:১৩ অপরাহ্ণ |
ভোট দিবেন না মকে

জ্যেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : নির্বাচনে অংশ নিলেও ভোট গ্রহনের দিন সকালেই বিএনপি প্রার্থী মকলেছুর রহমান মকে সাফ জানিয়ে দিলেন ভোট দিবেন না। এমনকি পর্যবেক্ষনের জন্য কোন কেন্দ্রে তিনি যাবেন না।

তিনি বলেন- ‘আমার মাথা খারপ হয়ে গেছে। আমি এখন কিছু বলতে পারবো না। পরে কথা বলবো।’ সকালে মোবাইল ফোনে তিনি এসব কথা জানান। মকে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের ভোটার।

এদিকে, বিএনপি প্রার্থীর এই সিদ্ধান্তে ধানের শীষের কর্মি সমর্থকরা হতাশ হয়ে পড়েছেন। মকের উল্টাপাল্টা সিদ্ধান্তের জন্য বিএনপির উপড় মহলকে দায়ি করেছেন তারা।

মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমদাদুল হক মোল্লা ও বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন মহলেছুর রহমান মকে।

কালিকাপুর এলাকার ধানের শীষের কর্মি আশরাফ, ময়েন, বেলালদহ এলাকার কবির উদ্দিন জানান, ‘ভোট না দেয়ার সিদ্ধান্ত মকের ভূল সিদ্ধান্ত। ভোট না দিলে, কেন্দ্রে না আসলে নির্বাচনে দাঁড়ালো কেন? অযথা কর্মি সমর্থকদের বিপদে ফেলা তার (মকের) ঠিক হলো না।’

নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এমদাদুল হক মোল্লা বিএনপি প্রার্থী মকলেছুর রহমান মকের আপন ভগ্নীপতি। এ নিয়ে শুরু থেকেই নানা রকম আলোচনা ও রম্যরসে মেতে ছিলেন ভোটাররা।

শফির উদ্দিন, আব্দুল জলিল, সামসুল আলমসহ কয়েক জন সাধারন ভোটার বলেন ‘ সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহন চলছে। তার পরও বিএনপি প্রার্থী মকে ভোট না দেয়ার সিদ্ধান্ত সঠিক হলো না।

নির্বাচনী কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় সকাল ৯ টায় একযোগে ১০৮ টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়। শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে