উপ-নির্বাচন প্রত্যাখ্যান করে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০; সময়: ২:১৫ অপরাহ্ণ |
উপ-নির্বাচন প্রত্যাখ্যান করে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ও জেলা বিএনপি। সোমবার দুপুর ১২টার দিকে মহানগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদসহ বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্যে নেতারা বলেন, দুইটি উপ-নির্বাচনে সরকার দলীয় সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ত্রাস সৃষ্টি করে, কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছে। বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে ভোট ছিনতাইয়ের অভিযোগও করে তারা। নির্বাচন কমিশন নির্বিকার দর্শকের ভূমিকা পালন করে বলেও অভিযোগ করেছে বিএনপি। এর প্রতিবাদেই তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে