নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২০; সময়: ৩:২৯ অপরাহ্ণ |
নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির

জ্যেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের উপ নিবাচনে, আচরন বিধি ভঙ্গের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিএনপি প্রার্থী। সোমবার দুপুরে দলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম।

শেখ রেজাউল বলেন, নির্বাচনের পরিবেশ নেই। প্রচারনা চালাতে গেলে প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থীর লোকজন বিএনপির কর্মিদের উপড় হামলা চালাচ্ছে। পোষ্টার ছিড়ে ফেলছে। মাইক ব্যবহারে বাধা দিচ্ছে। বিষয়গুলো নিয়ে নির্বাচনী কর্মকর্তা ও প্রশাসনকে জানানো হলেও কোন সুরাহা হচ্ছে না। ভোটে সেনা মোতায়েন ও হট লাইন চালুর দাবি করে তিনি। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে