করিমপুর ইউপি উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২০; সময়: ১১:১৬ পূর্বাহ্ণ |
করিমপুর ইউপি উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

পদ্মাটাইমস ডেস্ক : নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলের করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার (১০ অক্টোবর) সকালে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এই উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩ প্রার্থী। তারা হলেন— আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মমিনুর রহমান আপেল (প্রতীক নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা ইবনে আদেল শশী (প্রতীক ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাম কিবরিয়া (আনারস প্রতীক) নিয়ে।

উল্লেখ্য যে, গত ১ জানুয়ারি করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারিছ মিয়া মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি করিমপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে তফসিল ঘোষণা করে উপজেলা নির্বাচন অফিস।

ওই ইউনিয়নে গত ২৯ মার্চ ভোটগ্রহণ করার দিন নির্ধারণ করা হলেও কোভিড-১৯ মহামারির কারণে গত ২৬ মার্চ ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

অবশেষে গত ১৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের এক চিঠির মাধ্যমে ১০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্দেশনা দেওয়া হয়। এ মোতাবেক আজ ভোটগ্রহণ হচ্ছে।

  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে