অভ্যন্তরীণ কোন্দলে ভাঙনের মুখে গণফোরাম

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২০; সময়: ৭:৪৬ অপরাহ্ণ |
অভ্যন্তরীণ কোন্দলে ভাঙনের মুখে গণফোরাম

পদ্মাটাইমস ডেস্ক : বহিষ্কার-পাল্টা বহিষ্কার, কমিটি ভাঙা-গড়ার খেলায় ভাঙনের দোরগড়ায় ড. কামাল হোসেনের দল গণফোরাম। সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াকে বাদ দিয়ে বর্ধিত সভা ডেকেছেন মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা। যদিও এই উদ্যোগকে দলবিরোধী বলছেন সাধারণ সম্পাদকের পক্ষের নেতারা।

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে থাকা ড. কামাল হোসেনের দল গণফোরামে চলতি বছরের গোড়ার দিকে শুরু হয় গৃহবিবাদ। পাল্টাপাল্টি বহিষ্কারের জেরে কেন্দ্রীয় কমিটি ভেঙে গঠিত হয় আহ্বায়ক কমিটি। সভাপতি ড. কামাল হোসেন, ড. রেজা কিবরিয়া হন সাধারণ সম্পাদক।

আহ্বায়ক কমিটি গঠনের জেরে ফের নতুন করে মাথাচড়া দেয় গণফোরামের কোন্দল। এর জেরে শনিবার জাতীয় প্রেসক্লাবে বর্ধিত সভা ডেকেছেন অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টুর মত জ্যেষ্ঠ নেতারা। ড. কামাল আমন্ত্রণ পেলেও দাওয়াত পাননি রেজা কিবরিয়া।

গণফোরাম মুখপাত্র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, উনি গঠণতন্ত্র বিরোধী যে কাজগুলো করেছেন সেটা আমরা জানিয়েছি। বর্ধিত যে সভা ডাকা হয়েছে, সে সভায় আমরা সব নেত্রীবৃন্দের সঙ্গে আলোচনা করে ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ করবো।

তবে এই বর্ধিত সভাকে সংগঠনবিরোধী বলছেন সাধারণ সম্পাদক রেজা কিবরিয়ার অনুসারীরা। অশীতিপর ড. কামাল হোসেনকে ভুল বুঝিয়ে দলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন সাধারণ সম্পাদক। শুধু তাই নয়, দলের নীতি নির্ধারণী ফোরাম ডিঙিয়ে যা ইচ্ছে তাই করছেন তিনি, অভিযোগ রেজা কিবরিয়াবিরোধীদের।

গণফোরাম মুখপাত্র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ড. রেজা কিবরিয়াকে আমরা আমন্ত্রণ জানাইনি। কারণ আমরা মনে করি তিনি অগণতান্ত্রিক কাজ করেছেন। গণফোরামের নেতৃত্ব দেয়ার যোগ্যতা হারিয়েছে।

অবশ্য রেজা কিবরিয়ার অনুসারীরা বলছে, বিভিন্ন সময়ে দলবিরোধী কাজে যুক্ত হয়েছেন জ্যেষ্ঠ নেতাদের অনেকে। এজন্যই তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গণফোরামে ভাঙন ঘনিয়ে এলেও বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে থাকতে আগ্রহী দুই অংশই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে