রাজশাহীতে নীরবে ঘর গোছাতে ব্যস্ত জামায়াত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২০; সময়: ৩:৪৫ অপরাহ্ণ |
রাজশাহীতে নীরবে ঘর গোছাতে ব্যস্ত জামায়াত

নিজস্ব প্রতিবেদক : একাত্তরে স্বাধীনতা যুদ্ধে মানোবতা বিরোধী অপরাধের বিচার শুরু এবং একের পর এক নেতাদের ফাঁসি হওয়ায় রাজনৈতিকভাবে কোণঠাসা জামায়াতে ইসলামীর প্রকাশ্যে কোনো কর্মকান্ড নেই। তবে তারা বর্তমানে ঘর গোছাতে ব্যস্ত সময় পার করছে। তাদের কর্মকান্ড মূলত মসজিদ ও মাদ্রাসাভিত্তিক।

এছাড়াও প্রস্তুতি রেখেছে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ারও। যদিও এ নিয়ে কেন্দ্রীয়ভাবে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে কেন্দ্রীয় নির্দেশনা আসলে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়বে। নিজের অবস্থান জানতে এবার জামায়াতে ইসলামী এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে বলেও দলটির একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি।

আগামী ডিসেম্বরে পৌরসভা এবং আগামী বছরের মার্চ থেকে ইউনিয়ন পরিষদ ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ফলে স্থানীয় সরকারের এই নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছে দলগুলো। প্রচার প্রচারণা শুরু করেছে দলগুলো সম্ভাব্য প্রার্থীরা। রাজশাহী জেলায় রয়েছে ১৪টি পৌরসভা ও ৭২টি ইউনিয়ন পরিষদ।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর ও জেলাসহ সব ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। মহানগরে একটি কমিটি থাকলেও জেলাকে ভাগ করে পূর্ব ও পশ্চিম নামে দুটি সাংগঠনিক কমিটি করা হয়েছে। দুইটি কমিটিই রয়েছে সক্রিয়। এছাড়াও পূর্ণাঙ্গ কমিটি নিয়ে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটিগুলো।

মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু সেলিম বলেন, ঘরোয়াভাবে সাংগঠনিক কর্মকান্ড অব্যাহত রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বিগত দিনে নির্বাচনে অংশ না নেওয়ার দলীয় যে সিদ্ধান্ত ছিল তা এখনো বহাল রয়েছে। এবারের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া হবে কিনা তা কেন্দ্র ঠিক করবে। এ নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি রয়েছে।

  • 29
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে