রাজশাহীতে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২০; সময়: ১০:৫৬ অপরাহ্ণ |
রাজশাহীতে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ছাত্রদলের রাজশাহী বিভাগীয় প্রাথমিক সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান বিকেলে নগরীর পদ্মা গার্ডেনে অবস্থিত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি সাজিদ হাসান বাবু। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি।

উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক করিম প্রধান রনি, রিয়াদ ইকিবাল, সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সংসদ ঢাকা বিভাগ মসিউর রহমান রনি, ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রসংসদের সাবেক সহ-সম্পাদক কামরুজ্জামান আসাদ, রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়ালিউর রহমান জনি ও আসাদুজ্জামান রিংকু, ঢাকা মেডিকেল ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল।

এছাড়াও ঢাকা মহানগর পূর্ব ছাত্রনেতা আব্দুল্লাহ চৌধুরী আদিত্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হুমায়ন হবিব হিরন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক রিসালাত ইসলাম সজিব, নুর হোসেন, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান, রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্তুজা ফামিন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সুলতান আহম্মেদ রাহী প্রমূখ।

ফজলুর রহমান খোকন বলেন, ছাত্রদলকে সুসংগঠিত করতে তারেক রহমানের নির্দেশে সদস্য সংগ্রহ করার জন্য দেশব্যাপি সদস্য ফরম বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে রাজশাহী বিভাগের সকল জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সদস্য ফরম বিতরণ করা হলো।

তিনি বলেন, এ সরকারকে বিতারিত করতে ছাত্রদলের কোন বিকল্প নাই। তাই আগামী আন্দোলন সংগ্রামে সকল দ্বিধাভূলে রাজপথে নামার আহবান জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে