সব পৌরসভায় প্রার্থী দিবে জাতীয় পার্টি

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২০; সময়: ৩:৩১ অপরাহ্ণ |
সব পৌরসভায় প্রার্থী দিবে জাতীয় পার্টি

পদ্মাটাইমস ডেস্ক : পৌরসভা নির্বাচনে সারা দেশেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। যেসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যোগ্য দলীয় প্রার্থী পাওয়া যাবে তাদেরকে দলীয় মনোনয়ন দেয়ার পরিকল্পনা রয়েছে।

তবে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বোঝাপড়া হলে জোটবদ্ধ হয়েও নির্বাচনে অংশ নিতে পারে দলটি। সবকিছু ছাপিয়ে এসব নির্বাচনে জাতীয় পার্টির ভাবমূর্তি বাড়ানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলটি।

জাতীয় পার্টির নীতিনির্ধারণী একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সরকারের এ নির্বাচনে জাতীয় পার্টি সাংগঠনিক সক্ষমতার পরিচয় দিতে চায়। এজন্য জনপ্রিয় দলীয় নেতাকর্মীদের মনোনয়ন দেয়া হবে। যেসব এলাকায় জাতীয় পার্টির সংসদ সদস্য রয়েছেন এবং সাংগঠনিক অবস্থাও শক্তিশালী সেসব স্থানের প্রার্থী জয়ী করতে বিশেষ উদ্যোগও নেবে দলটি।

নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির একাধিক নেতা বলেন, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হতে যাচ্ছে। দলীয় প্রতীকে একেবারেই তৃণমূল পর্যায়ে ভোট হওয়ায় এ নির্বাচনে দলের মাঠ পর্যায়ের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ আসছে। ওই সুযোগ কাজে লাগাতে সব ধরনের কৌশল নিয়ে মাঠে নামবে নেতারা। দলীয় তৎপরতাও বাড়ানো হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, পৌরসভা নির্বাচনে সারা দেশেই প্রার্থী দেয়ার চেষ্টা করব। সাংগঠনিকভাবে দক্ষ ও জনপ্রিয় এবং যাদের বিরুদ্ধে অনিয়ম-অপরাধের অভিযোগ নেই এমন প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনে আমরা প্রমাণ করব, মাঠ পর্যায়ে জাতীয় পার্টির জনপ্রিয়তা আছে, সাংগঠনিক শক্তিও আছে।

জোটগত নির্বাচনের বিষয়ে তিনি বলেন, এখনও জোটগত নির্বাচন নিয়ে ভাবছি না। সামনের দিনগুলোতে পরিস্থিতির আলোকে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, দুইদিনের সাংগঠনিক সফরে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) পঞ্চগড় যাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা। উত্তরাঞ্চলের সফরে পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী নেতৃত্ব দেবেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় পার্টি (জাপা) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সফরে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সঙ্গী হিসেবে থাকছেন জাপার প্রেসিডিয়াম সদস্য এবং রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, সংসদ সদস্য মো. পনির উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এবং রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম. ইয়াসির এবং জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. আল-মামুন।

  • 45
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে