শিগগিরই আট বিভাগে আওয়ামী লীগের সাংগঠনিক সফর

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০; সময়: ৯:৩৪ অপরাহ্ণ |
শিগগিরই আট বিভাগে আওয়ামী লীগের সাংগঠনিক সফর

পদ্মাটাইমস ডেস্ক : দেশের আট বিভাগের জন্য ৮টি সাংগঠনিক টিম করে দ্রুতই সাংগঠনিক সফর করবেন আওয়ামী লীগ নেতারা।

দলের সভাপতিমণ্ডলীর সভায় এই নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার গণভবনে অনুষ্ঠিত সভায় কাউন্সিল না হওয়া জেলাগুলোর সম্মেলন, পূর্ণাঙ্গ কমিটি গঠন, উপনির্বাচনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কেন্দ্রীয় সম্মেলনের পর করোনার সময় দ্বিতীয়বারের মতো গণভবনে বসে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা। এ সভায় স্বাস্থ্যবিধি মেনে যোগ দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্যরা।

করোনার প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ৫ মাস সাংগঠনিক কোনও কার্যক্রম করতে পারেনি আওয়ামী লীগ। তাই এবার সীমিত পর্যায়ে আবারো সাংগঠনিক সফর শুরুর নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি। অসমাপ্ত জেলাগুলোর সম্মেলন এবং দলকে ঐক্যবদ্ধ করাই এর মুল লক্ষ্য বলে জানান দলের নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, আটটি দলে ভাগ হয়ে সাংগঠনিক সফরের কার্যক্রম আগেও ছিলো। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো, জেলা এবং উপজেলাগুলোতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং গতিশীল করা যায় সে ব্যাপারে দেখভাল করা। সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় নেতাদের সম্পৃক্ত করে একেকটি টিম গঠন করা হবে বলেও জানান আব্দুর রহমান।

এদিকে, ১৫ই সেপ্টেম্বরের মধ্যে যেসব জেলা তাদের পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে পারেনি তাদের আবারো ৭ দিনের সময় বেঁধে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, যারা এখন পর্যন্ত কমিটি জমা দেয়নি তাদের দলীয় সভাপতির অফিসে কমিটি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তবে, সভায় রাজনৈতিক গুণগত পরিবর্তন আনতে ত্যাগীদের মূল্যায়নের বিষয়ে মত দেন সদস্যরা।

করোনা, বন্যা ও দেশের সঙ্কটময় মুহূর্তে ত্যাগ স্বীকার করে যেসন নেতাকর্মী জনগণের পাশে থেকেছেন সকল পর্যায়ে তাদের মূল্যায়ন করার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভাপতিমণ্ডলীর সদস্যদের সভায় আসন্ন উপনির্বাচনগুলোতে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কাজ শুরুর নির্দেশ দেয়া হয়।

  • 37
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে