‘জয়পুরহাটের কালাই পৌরসভার উপনির্বাচন’

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২০; সময়: ১০:২৪ পূর্বাহ্ণ |
‘জয়পুরহাটের কালাই পৌরসভার উপনির্বাচন’

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে বিএনপি মনোনয়ন পেয়েছেন আনিছুর রহমান তালুকদার। আজ সোমবার বিএনপির গুলশান কার্যালয়ে তাঁর হাতে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়।

আনিছুর রহমান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কালাই পৌরসভা বিএনপির সদস্য। তিনি ২০১১ সালের পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তাফা বলেন, ‘কালাই পৌরসভার মেয়র পদে আনিছুর রহমান তালুকদার দলীয় মনোনয়ন পেয়েছেন। আজ তাঁকে দলের গুলশান কার্যালয়ে ডেকে নিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এ বি এম আবদুস সাত্তার দলীয় মনোনয়নের চিঠি দিয়েছেন। আমিও সেখানে উপস্থিত ছিলাম। আনিছুর রহমান বিএনপির পরীক্ষিত ও ত্যাগী নেতা। ২০১১ সালের পৌরসভা নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হয়েছিলেন। ওই নির্বাচনে তিনি সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন।’

আনিছুর রহমান সোমবার সন্ধ্যায় বলেন, ‘আমি ঢাকায় আছি। দলীয় মনোনয়নের চিঠিটি পেয়েছি। দলীয় মনোনয়ন দেওয়ায় শুকরিয়া আদায় করছি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।’

গত ৫ ফেব্রুয়ারি কালাই পৌরসভার মেয়র খন্দকার হালিমুল আলমের মৃত্যুর পর মেয়রের পদটি শূন্য হয়। ডিসেম্বর পর্যন্ত মেয়র পদের মেয়াদ ছিল। বর্তমানে কাউন্সিলর লিলি বেগম ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ১০ অক্টোবর কালাই পৌরসভার মেয়র পদে ভোট গ্রহণ হবে। ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৩ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

  • 28
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে