উপকমিটি নিয়ে কঠোর সতর্কতা অবলম্বন করতে চায় আওয়ামী লীগ

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২০; সময়: ৭:১২ অপরাহ্ণ |
উপকমিটি নিয়ে কঠোর সতর্কতা অবলম্বন করতে চায় আওয়ামী লীগ

পদ্মাটাইমস ডেস্ক : আওয়ামী লীগ-উপ কমিটি গঠন নিয়ে আর কোন বির্তকে জড়াতে চায় না। প্রয়োজনে আলাদা কমিটি গঠন করে সদস্য বাছাই করার কথা ভাবছে। দলের নীতি নির্ধারকরা জানিয়েছেন, একটি সম্পাদকীয় পদের বিপরীতে সদস্য হবেন সবোর্চ্চ ৩৫ জন।

সম্পাদক পদের বিপরীতে উপকমিটি গঠন। বির্তকের শুরু ২০০৯ সালের পর থেকে। ঢালাওভাবে সহ-সম্পাদক পদ করা নিয়ে দলের ভেতরেই ছিল সমালোচনা। লেনদেনের অভিযোগও উঠেছিলো। তবে ২১তম জাতীয় সম্মেলনের আগে সহ-সম্পাদকের পদ বিলুপ্ত করে শুধু সদস্য রাখার বিধান হয়। পরবর্তীতে এসব উপকমিটিতে স্থান পাওয়া সদস্যদের নেতিবাচক কর্মকাণ্ডে বার বার বিব্রত হতে হয় দলকে।

এদের মধ্যে আন্তর্জাতিক উপকমিটির সদস্য মোহাম্মদ সাহেদ, মহিলা ও শিশু বিষয়ক উপকমিটির সদস্য শারমিন জাহান, সবশেষ বন ও পরিবেশ উপকমিটির সদস্য নাজমুল হোসেনসহ আরো কয়েকজনকে ঘিরে দূর্নীতির নানা অভিযোগে দলও প্রশ্নবিদ্ধ হয়।

সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, কমিটি উপ-কমিটির পদটাকে ব্যবহার করে তাদের রাজনৈতিক যে মতলব সেটা হাসিল করছে যা অত্যন্ত দুঃখজনক। আমরা অনেকটাই বিব্রত।

গত ২রা সেপ্টেম্বর দলের সম্পাদকমণ্ডলীর সভায় নতুন করে উপকমিটি গঠনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এবার উপকমিটির সদস্য সংখ্যা বা তাদের কিভাবে নির্বাচন করা হয় তা নিয়ে বিস্তর আলোচনার কথা জানান নেতারা।

আব্দুর রহমান আরো বলেন, আমার সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে যে যাচাই-বাছাই কমিটি করে তাদের রাজনৈতিক যে ত্যাগ তিতীক্ষা, এ সবকিছু বিবেচনায় নিয়ে কেবল কমিটিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, আমাদের ছাত্রলীগ-যুবলীগ বিভিন্ন অঙ্গ সংগঠন এখানে কাজ করে যারা তাদের দায়িত্বশীলতার প্রমাণ দিয়েছেন, যাদের পটেনশিয়াল আছে আগামীতে ওপরে উঠার, সেই সঙ্গে এক্সপার্ট এরকম চার-পাঁচ জনকে নিবো।

যারা দলের আদর্শিক রাজনীতি করতে চায় তাদের বেছে নিতেই এবার সতর্ক অবস্থানে আওয়ামী লীগ।

  • 29
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে