ভারত-বাংলাদেশ সম্পর্ক রাখির বন্ধনে আবদ্ধ : সেতুমন্ত্রী

প্রকাশিত: আগস্ট ১১, ২০২০; সময়: ৭:৪৭ অপরাহ্ণ |
ভারত-বাংলাদেশ সম্পর্ক রাখির বন্ধনে আবদ্ধ : সেতুমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ১৯৭১ সাল থেকে রাখির বন্ধনে আবদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১১ আগস্ট, মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর অনলাইলে অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক উঁচুতে। এই সম্পর্ক ৭১ থেকে রাখি বন্ধনে আবদ্ধ। সম্পর্ক ভালো থাকলে অনেক সমস্যার সহজ সমাধান সম্ভব। যার কারণে তিস্তা সমস্যাসহ অন্য নদীর পানি বন্টনে ইতিবাচক আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, প্রতিবেশীর সাথে সুসম্পর্কই আমাদের সরকারের লক্ষ। নিজেদের মাইনোরিটি ভাববেন না। দেশের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন। আপনাদের দেশে আপনাদের সমান অধিকার আছে। শেখ হাসিনা যতদিন আছে আপনারাও উন্নয়নের অংশীদার। এজন্য অসাম্প্রদায়িক চেতনা দিয়ে সোনার বাংলা গড়ার আহ্বানও জানান।

এ সময় জন্মাষ্টমীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, হাজার বছর ধরে আমাদের সম্প্রীতির সংস্কৃতি। কিন্তু ধর্মের নামে অপকর্ম আমাদের ব্যাথিত করে। ধর্মের নামে যারা নিজেদের স্বার্থ হাসিল করে তারা মানবতার শত্রু।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে