অবৈধ সুবিধা নেয়ার চেষ্টা করলে পদ থাকবে না : সাংসদ এনামুল

প্রকাশিত: মার্চ ১৩, ২০২০; সময়: ৯:৪২ অপরাহ্ণ |
অবৈধ সুবিধা নেয়ার চেষ্টা করলে পদ থাকবে না : সাংসদ এনামুল

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী এনামুল হক নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাড. আব্দুল মজিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল মান্নান। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবু জেহের, সহ-সভাপতি পারভীন বেগম এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস সাত্তার।

এর আগে সম্মেলন উদ্বোধক করেন সাংসদ এনামুল হক। এ সময় তিনি বলেন, দলের সাথে বেঈমানী করা যাবে না। জনগণের স্বার্থে দল করতে হবে। নিজের কোন কর্মকান্ডের জন্য দলকে বিতর্কিত করার সুযোগ নেই। নেতৃত্ব একটা দায়িত্ব। নেতা হয়ে বসে থাকার সময় শেষ। যে ভাবে দেশের উন্নয়ন হচ্ছে তা বজায় রাখতে হবে। কোন ভাবেই উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার একার পক্ষে সকল কাজ করা সম্ভব না। তিনি দেশের প্রতিটি গৃহহীন ব্যক্তিকে ঘর করে দেবে। কারণ প্রতিটি গ্রাম হবে শহর। কোন ব্যক্তি বা পরিবারকে ছিন্নমূল রেখে সেটা সম্ভব না। তাই সকল গৃহহীনদের বিনামূল্যে সরকারী ভাবে ঘর তৈরি করে দেয়া হবে।

সাংসদ এনামুল হক বলেন, তৃণমূলের সাংগঠনিকভাবে শক্তিশালী হলে কেন্দ্রীয় আওয়ামী লীগ শক্তিশালী হবে। তাই উন্নয়ন করতে চাইলে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পদ নিয়ে কেউ অবৈধ সুবিধা হাসিলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তার সেই পদ থাকবে না।

প্রধানমন্ত্রী হাত দিয়ে দেশের প্রত্যন্ত এলাকার উন্নয়ন সংগঠিত হচ্ছে উল্লেখ্য করে সাংসদ এনামুল হক বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক সহ সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। আওয়ামী লীগ সরকারের সময়ে কাচারী কোয়ালীপাড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। অবশিষ্ট যেটুকু কাজ আছে তা বর্তমান সরকারের সময়ে শেষ করা হবে। কারণ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে গ্রামকে শহরে পরিনত করার লক্ষ্যে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে আসছে ব্যাপক পরিবর্তন। এই ত্রি-বার্ষিক সম্মেলন তৃণমূল আওয়ামী লীগকে গতিশীল করবে। তাই দল ও দেশের স্বার্থে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বক্তব্য রাখেন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান আয়েন উদ্দীন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, আজাহারুল হক, আব্দুল হাকিম প্রামানিক, আসলাম আলী আসকান, উপজেলা ভাউস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকার বেবী, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ হাতেম আলী, হাচেন আলী, সামসুল হক, রনজিত কুমার, মাসুদ আলম টনি, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাস্টার, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, ঝিকরা ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মানিক প্রাং, দ্বীপপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আশরাফুল ইসরাম বাবু, সাধারণ সম্পাদক কছিমুদ্দিন সরদার, সোনাডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন রায় চৌধুরী, আ’লীগ নেতা আমজাদ হোসন, দুলাল উদ্দিন, আব্দুল হান্নান, জাহিদুর রহিম মিঠু, আশিকুর রহমান সজল, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে