সিরাজগঞ্জ ছাত্রলীগ নেতা বিজয় হত্যার জের ধরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

প্রকাশিত: জুলাই ৭, ২০২০; সময়: ৯:২০ অপরাহ্ণ |
সিরাজগঞ্জ ছাত্রলীগ নেতা বিজয় হত্যার জের ধরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে জেলা ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়ের মৃত্যুর ঘটনার জের ধরে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ জেলা যুবলীগ সাধারন সম্পাদক একরামুল হক সহ উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় শহরের এস.এস.রোড রনক্ষেত্রে পরিনত হয়।

পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৪ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ছাত্রলীগ নিহত এনামুল হক বিজয়ের মৃত্যুতে দোয়া মহফিলের আয়োজন করে। জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের উপস্থিতিতে দোয়া মাহফিল শুরু হলে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকার নেতৃত্বে অপর অংশের অর্ধশত নেতাকর্মী দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে।

এসময় দলীয় কার্যালয়ে অবস্থান করা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদের সমর্থক নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে খোকা গ্রুপকে বাঁধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সংঘর্ষ শহরের এ এস রোডের পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে জেলা যুবলীগের সাধারন সম্পাদক একরামুল হকসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ ক্যাদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহত একরামুল হককে ঢাকায় প্রেরন করা হয়েছে। অন্যদের সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রসঙ্গত: প্রয়াত সাবেক মন্ত্রী আলহাজ মোহাম্মদ নাসিমের দোয়া মাহফিরে যোগদান করতে আসার সময় গত ২৬ জুন সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় প্রতিপক্ষের হামলার শিকার হন ছাত্রলীগ নেতা এনামুল। গুরুতর আহত বিজয়কে প্রথমে এনায়েতপুর ও পরে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৯ দিন লাইভ সাপোর্টে থাকার পর রোববার (৫ জুলাই) সকালে তাঁর মৃত্যু হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে