কোন আয়োজন না থাকলেও সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড়

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২১; সময়: ৩:৩৭ অপরাহ্ণ |
কোন আয়োজন না থাকলেও সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড়

পদ্মাটাইমস ডেস্ক : নতুন বছর উপলক্ষ্যে নেই কোনও আয়োজন এবং সংক্রমণ রোধে বাড়তি সতর্কতা নেয়া হলেও সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। করোনা মহামারির কারণে এবার ইংরেজি নতুন বছর বরণে নেই কোনও আয়োজন। সংক্রমণ ঠেকাতে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। এরপরও কক্সবাজার, কুয়াকাটা সমুদ্র সৈকতসহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে দেখা গেছে উপচে পড়া ভিড়।পরিবার ও প্রিয়জনদের সাথে নিয়ে মেতেছেন আনন্দ উচ্ছাসে। তবে, স্বাস্থ্যবিধি মানার কোনও বালাই নেই।

প্রতিবছর বর্ষবিদায় ও নতুন বছর বরণ করতে কক্সবজার সমুদ্র সৈকতসহ বিভিন্ন হোটেল-মোটেলে নানা আয়োজন থাকলেও, এবছর করোনা মহামারির কারণে নেই কোনও আয়েজন। এর পরও নববর্ষ উদযাপনে কক্সবাজার সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকের ঢল। শুক্রবার সকাল থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন তারা। এছাড়া হিমছড়ি, দরিয়ানগর, ইনানী ও পাটুয়ারটেকের পাথুরে সৈকত, প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ঘুরে বেড়াচ্ছেন লাখো পর্যটক।

বর্ষবরণে আয়োজন না থাকলেও, কক্সবাজারের সাড়ে ৪ শতাধিক হোটেল-মোটেলকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।
এদিকে, নতুন বছর বরণ করতে সমুদ্রকন্যা কুয়াকাটায়ও হাজার হাজার পর্যটকের ঢল। এবার থার্টিফার্স্টের জমকালো আয়োজন না থাকলেও, বছরের প্রথম সূর্যোদয় দেখতে সকাল সকাল সৈকতে ভিড় করেন পর্যটকরা। নতুন বছরের প্রথম দিন সাপ্তাহিক ছুটি পাওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার ভিড় বেশি। ফাঁকা নেই হোটেল-মোটেল।

রাঙামাটিতে ঝুলন্ত সেতুসহ বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমন পিপাসু পর্যটকদের ঢল নেমেছে। পর্যটকরা পলওয়েল, শুভলং ঝর্ণা, রাজ বন বিহার, বড় গাঙ, জেলা প্রশাসনের বাংলোসহ বিভিন্ন স্পটে ভিড় করছেন। পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকের ঢল নামলেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কোথাও।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে