বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ৩ চিকিৎসক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২০; সময়: ২:০৮ অপরাহ্ণ |
বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ৩ চিকিৎসক

পদ্মাটাইমস ডেস্ক : বর্তমান করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে সরকারি সেবার পাশাপাশি বিনামূল্যে সেবা দিচ্ছেন মেহেরপুর জেলায় কর্মরত গাংনী উপজেলার ৩ চিকিৎসক। বিনামূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি দরিদ্র রোগীদের নামমাত্র ফি’র বিনিময়ে স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষাগুলো করানোর ব্যবস্থাও করে দিচ্ছেন তারা। চিকিৎসকরা হচ্ছেন মেহেরপুর সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. মাহাবুব হাসান মেহেদী, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার, ডা. মেহেদীর সহধর্মিণী ডা. সাদিয়া সুলতানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. শাদমান সাকিব।

জানা যায়, ডাক্তারদের ব্যক্তিগত উদ্যোগ এবং মেহেরপুর জেলার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটির (সিএফএইচ) সমন্বয়ে গাংনী উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা প্রদানে কাজ করছে। মেডিকেল ক্যাম্পের আয়োজন ও সার্বিক তত্ত্বাবধান করছে কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ)।

চিকিৎসকরা বলেন, আমরা এলাকার ছেলে হিসেবে এলাকার মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেদের ধন্য মনে করছি। এলাকাবাসীর জন্য কিছু করতে পারাটার মধ্যেও অনাবিল আনন্দ লুকিয়ে থাকে। শুধু মেডিক্যাল ক্যাম্প বলেই নয়, করোনা ক্রাইসিসে আমরা টেলিমেডিসিন সেবা প্রদান করেছি, সেইসঙ্গে গরিব অসহায় রোগীদের বিনামূল্যে বা নামমাত্র অর্থের বিনিময়ে সেবা দিচ্ছি।

কাম ফর হিউম্যানিটির সদস্যরা বলেন, গাংনী উপজেলায় তাদের মতো মানবিক চিকিৎসকদের জন্য আমরা গর্বিত। তাদের সেবা পেয়ে উপজেলার অনেক মানুষ উপকৃত হচ্ছে। এরইমধ্যে চিকিৎসকদের সঙ্গে নিয়ে আমরা মেডিকেল ক্যাম্পের আয়োজন করে দেড় শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা দিতে পেরেছি।

  • 171
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে