বড়দিনে মাস্ক পরার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২০; সময়: ১০:০৭ পূর্বাহ্ণ |
বড়দিনে মাস্ক পরার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

পদ্মাটাইমস ডেস্ক : আসন্ন ক্রিসমাস উপলক্ষে সামাজিক ও পারিবারিক জমায়েতে ইউরোপবাসীকে মাস্ক পরতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ক্রিসমাসের ছুটিতে সতর্কাবস্থায় না থাকলে আগামী বছরের প্রথম অংশে ইউরোপ নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

এরইমধ্যে ইউরোপে দ্বিতীয় ঢেউ চলছে। করোনার সংক্রমণ বাড়ায় বুধবার থেকে জার্মানি কঠোর লকডাউনে প্রবেশ করেছে। স্কুল ও প্রয়োজনীয় নয় এমন ব্যবসায়িক কর্মকাণ্ড ১০ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে দেশটি। বড়দিনের সময় এ বিধিনিষেধ সামান্য শিথিল থাকবে। সেসময় একটি পরিবার সর্বোচ্চ চার জন পর্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়কে আমন্ত্রণ জানাতে পারবে।

এদিকে, দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আবারও লকডাউনে ফিরছে বিশ্ব। নেদারল্যান্ডস-জার্মানিতে বুধবার থেকে নতুন লকডাউন কার্যকর হয়েছে।

প্রথমবারের মতো এমন ‘জরুরি অবস্থা’ জারি করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এছাড়া বড়দিন উপলক্ষে ইতালিসহ বিভিন্ন দেশ বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে।

ফ্রান্সে সংক্রমণ ঠেকাতে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে