মাত্র ১৬ ঘণ্টায় মহাকাশ স্টেশনে পৌঁছালেন ৪ মহাকাশচারী

প্রকাশিত: ২৯-০৪-২০২২, সময়: ০২:১৪ |
Share This

পদ্মাটাইমস ডেস্ক : আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন চার মহাকাশচারী। গত বুধবার মার্কিন অ্যারোস্পেস কোম্পানি স্পেসএক্সের মহাকাশযানে তাঁরা সেখানে পৌঁছান। মহাকাশচারীদের তিনজন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার, অন্যজন ইউরোপের স্পেস এজেন্সির। খবর রয়টার্সের।

ফ্লোরিডায় কেপ কানাভেরালের নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরুর পর মাত্র ১৬ ঘণ্টায় স্পেসএক্স ক্যাপসুলটি মহাকাশ স্টেশনে পৌঁছায়। ইলন মাস্কের স্পেসএক্স থেকে এটা অন্যতম দ্রুততম যাত্রা।

মহাকাশযানে থাকা তিন মার্কিন নভোচারী হলেন ফ্লাইট কমান্ডার কেজেল লিন্ডগ্রিন (৪৯), মিশন পাইলট বব হিনেস (৪৭) ও মিশন বিশেষজ্ঞ জেসিকা ওয়াটকিনস (৩৩) এবং ইতালির নাগরিক সামান্থা ক্রিস্টোফোরেত্তি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে