উটের জন্য পাঁচ-তারকা হোটেল!

প্রকাশিত: ১০-০১-২০২২, সময়: ১০:৫৩ |
Share This

পদ্মাটাইমস ডেস্ক : সৌদি আরবে উটের দেখভাল করতে ১২০ কক্ষের একটি হোটেল নির্মাণ করা হয়েছে। এতে থাকছে পাঁচ-তারকার সব সুযোগ-সুবিধা।

হোটেলটিতে এমন ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সেখানে যাওয়া উটের সেবা-যত্নে কোনো ঘটতি না হয়। কর্মকর্তাদের বরাতে গালফ নিউজ বলছে, উটের সেবাযত্নে এমন স্থাপনা এটিই বিশ্বের প্রথম।প্রথম উটের জন্য এটিই প্রথম কোনো হোটেল। তারপর তা পাঁচ-তারকা মানের। যা অবাক করার মতোই ঘটনা।

সৌদি ক্যামেল ক্লাবের মুখপাত্র মোহাম্মদ আল-হারবি বলেন, উটের সেবা করতে অর্ধশতাধিকের বেশি শ্রমিক নিয়োজিত থাকবেন। তারা দেশটির জনপ্রিয় এই প্রাণিটির প্রহরা, দেখভালসহ অন্যান্য দিকে নজর রাখবেন।

দ্য রেস্ট অ্যাশিউরড হোটেলটিতে পাঁচ-তারকার সুবিধা তো থাকছেই, সঙ্গে খাবার-দাবারসহ উটের খেয়াল রাখতে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

আল-হারবি বলেন, এটি একেবারেই নতুন ধরনের হোটেল। বিশ্বে এর আগে কখনো এমনটি দেখা যায়নি। কক্ষ পরিচ্ছন্নতা থেকে শুরু করে উষ্ণ এয়ার-কন্ডিশনও থাকছে।

হোটেলটিতে অবস্থান করতে প্রতি রাতের জন্য প্রায় চারশ রিয়াল খরচ করতে হবে। সৌদির ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে উটের সম্পর্ক ওতপ্রোত।

উপসাগরীয় দেশটিতে এই প্রাণিকে ‘মরুর জাহাজ’ বলে নাম দেওয়া হয়েছে। মরুভূমিতে বাস করা মানুষদের জন্য এটি প্রাণসঞ্চারকারী।

এদিকে কিং আবদুলআজিজ উট উৎসবের ষষ্ঠ সংস্কারের আয়োজন করছে সৌদি।বিশ্বে এ ধরনের সবচেয়ে বড় অনুষ্ঠান এটি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে