এবার করোনার থাবা শিশুদের ওপরেও

প্রকাশিত: ০৬-০৪-২০২১, সময়: ২২:৪৭ |
Share This

পদ্মাটাইমস ডেস্ক : সংক্রমণের ব্যাপকতায় শিশুদের মধ্যেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। শূন্য থেকে দশ বছর বয়সী প্রায় দুই হাজার শিশু এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩৯ জনের।

ঢাকা শিশু হাসপাতালের কোভিড ইউনিটে দুই সপ্তাহ আগেও কোন রোগী ছিলো না। এখন ভর্তি আছে আটজন। যাদের অধিকাংশই কোন না কোন জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলো। অর্থাৎ হাসপাতালে থাকা অবস্থাতেই কোনভাবে তারা করোনা সংক্রমিত হয়েছে।

বিশেষজ্ঞদের দাবি করোনার দ্বিতীয় ঢেউয়ে গতবারের তুলনায় শিশুরা অনেক বেশি মাত্রায় সংক্রমিত হচ্ছে৷ অনেক শিশু বাইরে প্রচুর সময় কাটাচ্ছে। তাদের পরিবারের সদস্যরা বাইরে যাচ্ছে৷ এর জেরেই ভাইরাস দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে।

গেলো প্রায় একবছরে ১৯৪ জন শিশু করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে এই হাসপাতালে। যাদের মধ্যে মারা গেছে ১০ জন। ঢাকা শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ ইউসুফ পাভেল জানান, যেসব শিশুরা মারা গেছে তারা আগে থেকেই কোন না কোন রোগে ভুগছিলো।

হাসপাতালটির উপ-পরিচালক ডা. প্রবীর কুমার সরকার বলেন, ‘ডায়রিয়া, বমি আর শ্বাসকষ্টের মত উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে শিশুরা। যাদের কোভিড রিপোর্ট নেগেটিভ হলেও ফুসফুসে সংক্রমণ ধরা পরছে অনেক সময়। প্রয়োজন হচ্ছে আইসিইউর। কিন্তু সরকারি ব্যবস্থাপনায় শিশুদের জন্য কোভিড এনআইসিইউর সংখ্যাটা একেবারেই নগণ্য।

এখন পর্যন্ত এক থেকে ১০ বছরের মধ্যে প্রায় দুই হাজার শিশু করোনায় আক্রান্ত। হয়েছে। যাদের মধ্যে মারা গেছে ৩৯ জন। সেই হিসেবে দেশে করোনায় দশ বছরে নীচের শিশুদের মৃত্যুহার প্রায় দুই শতাংশ।

চিকিৎসকরা বলছেন, এই শিশুদের নব্বই ভাগই পরিবারের সদস্যদের মাধ্যমে সংক্রমিত হচ্ছে। ফলে সতর্ক হতে হবে অভিভাবকদের।

  • 149
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে