‘ফ্রি ফায়ার’ খেলায় মোবাইল কেড়ে নেন বাবা, ২ মাস ধরে নিরুদ্দেশ ছেলে

প্রকাশিত: ১১-০২-২০২১, সময়: ১৩:১০ |
Share This

পদ্মাটাইমস ডেস্ক : মাদরাসা বন্ধ থাকায় সারাদিন মোবাইলে ‘ফ্রি ফায়ার’ গেম খেলত ছেলে। পড়ালেখা মোটেই করছিল না। এজন্য ছেলের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেন বাবা। এতে অভিমান করে বাড়ি ছাড়ে ছেলে। প্রায় দুই মাস পার হলেও ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

ছেলের শোকে মা এখন কাতর। আর পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে। নিখোঁজ ছেলেটির নাম রায়হান। সে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও যতারপুর মাদরাসার ছাত্র।

রায়হানের বাবা শফিকুল বলেন, ছেলের ভবিষ্যতের কথা ভেবেই মোবাইল ফোনটি নিয়েছিলাম। এজন্য অভিমান করে আমার পকেট থেকে ১৫শ’ টাকা নিয়ে বাড়ি থেকে চলে যায় রায়হান। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।

রায়হান এখন কোথায় আছে, কীভাবে আছে এ নিয়ে পরিবারের মধ্যে শুরু হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে