প্রকাশিত হয়েছে ‘কোরিয়ার গল্প’

প্রকাশিত: ১৬-১১-২০২০, সময়: ১২:৩৬ |
Share This

পদ্মাটাইমস ডেস্ক: কোরিয় ভাষার বিশ শতকের ১৫ জন গল্পকারের প্রতিনিধিত্বশীল ১৫টি গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘কোরিয়ার গল্প’। সম্পাদনা করেছেন ষড়ৈশ্বর্য মুহম্মদ। বাংলাদেশের অস্তিত্বের সংগ্রামের মতোই ছিল কোরিয়ার স্বাধীনতার সংগ্রাম। কোরিয়ার শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে এসে মিশেছে চীন, জাপান ও পাশ্চাত্যের সংস্কৃতির বর্ণ, রস ও সার।

মৌখিক সাহিত্যের ঐতিহ্যের পথ ধরেই এসেছে কোরিয়ার গল্পও। আধুনিককালের রূপ বরণ করার পর কোরিয়ার কথাসাহিত্যও হয়ে উঠেছে বিশ্বের আর দশটা ভাষার কথাসাহিত্যের মতোই উজ্জ্বল ও নিজস্ব। কোরিয়ার মানুষের জীবন, সংস্কৃতি, সংগ্রাম, রাজনীতি ও সাহিত্যের নিখাদ প্রতিরূপ তুলে ধরে এই গল্পগুলো।

বইয়ের গল্পগুলো ইংরেজি থেকে অনুবাদ করেছেন ছন্দা মাহবুব, মাকসুদ ইবনে রহমান, মাহবুব মোর্শেদ ও ষড়ৈশ্বর্য মুহম্মদ। বইটি প্রকাশ করেছে উজান প্রকাশন, মুদ্রিত মূল্য ৬০০ টাকা। কাঁটাবন কনকর্ডে উজান-এর আউটলেট এবং রকমারি ডট কমে পাওয়া যাবে বইটি।

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে