স্কুল অনেক মিস করি

প্রকাশিত: ০৬-১১-২০২০, সময়: ১৩:১১ |
Share This

কুলসুম সাফরিন : শেষ কবে ক্লাস করেছি মনে নাই। স্কুলে বন্ধুদের সাথে আড্ডা, ক্লাসে স্যারের (শিক্ষক) বকুনি। এমন অনেক কিছুই মিস (মনে) করি। বাড়িতে ভালোলাগে না। করোনা থাক তবুও স্কুলে যেতে চাই। গত বুধবার (৪ নভেম্বর) সকালে মায়ের সাথে বায়না ধরেছেন পঞ্চম শ্রেণির ছাত্রী যাহরা শেখ যয়নাব। সে রাজশাহীর শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে পড়ে। নগরীর উপশহর এলাকার বাসিন্দা সে।

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ফলে শিক্ষার্থীদের বাসায় অলস সময় কাটছে। এই শিক্ষার্থীরা এমন সময় আর কাটাতে চায় না। তারা স্কুলে ফিরতে চায়। যাহরা জানায়, বাসায় অনলাইনে প্রতিদিন ক্লাস, নেওয়া হচ্ছে পরীক্ষাও। ক্লাস ও পরীক্ষা স্কুলেই দিলে তো ভালো।’

শহীদ নজমুল হক উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জিনাত জানায়, ‘বাসায় থেকে পড়াশোনা হচ্ছে, তবে অনলাইনে ইংরেজি ক্লাস ভালো লাগছে। কিন্তু স্কুলের সময়কে অনেক মনে করছি। আমি স্কুল খুললে অনেক মজা করব। প্রতিদিন স্কুলে গিয়ে নতুন কিছু শিখব।’

রাজশাহী ক্যান্টমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী জাসরা যায়ীনা জান্নাত জানায়, অনলাইনে পড়াশোনা হচ্ছে, বাসায় কাজ দিচ্ছে, তাছাড়া নিজেও পড়ছি। আগে অনলাইনে পড়াশোনা করা একটু খারাপ লাগত, এখন কিছু মনে হয় না।

করোনার শুরুতে স্কুল বন্ধ দিলো। তখন ভাবতাম অনেক দিন পরে ছুটি পেয়েছি মজা হবে। কিন্তু এখন মনে হয় স্কুল কবে খুলবে, আর কবে যাবো। আমার স্কুল খুললে আমি আবারও খেলার মাঠে আগের সময়কে উপভোগ করব।

সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী মুনতাহীনা তাসনীমা প্রকৃতি ভিন্ন কথা বললো। সে জানায়, পড়াশোনা বাসায় তেমন না হলেও আগে অনেক জিনিস শেখা হতো না। কিন্তু এখন আমি গল্প লিখি।

তাছাড়া যেহেতু বাংলা মিডিয়ামে পড়াশোনা করি- তাই পাঠ্য বইয়ের পাশে ইংরেজি শিখছি। করোনার মধ্যে আমাদের পড়াশোনা পিছিয়ে গেছে। বাসায় বসে আর ভালো লাগছে না। তবে স্কুল না যাওয়ার কারণে বাসায় বিভিন্ন শিক্ষনীয় (গান, আবৃত্তি, গল্প লেখা হচ্ছে) বিষয়গুলো শেখা ও চর্”া করা হচ্ছে।’

অভিভাবকরা জানায়, বাসায় বসে যতটুকু সম্ভব পড়াশোনা দেখছি। খেলার ও চেষ্টা করছি তবে সবসময় সময় দিতে পারছিনা। পড়াশোনার ক্ষেত্রে বাচ্চারা অনেক পিছিয়ে পড়েছে। অনলাইনে ক্লাস না হয়ে যদি স্কুলে হতো তাহলে অনেক ভাল হতো। অনলাইনে পড়াশোর জন্য শিক্ষার্থীদের মাঝে মানসিক চাপ পড়েছে। অনেক স্কুলে সেরকম করে অনলাইনে ক্লাস হচ্ছে না। যার ফলে সেসব শিক্ষার্থীরা পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছে। সূত্র- সোনারদেশ

  • 101
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে