রাজশাহীতে ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’ এর মিটআপ

প্রকাশিত: ০২-১১-২০২০, সময়: ১৪:৩০ |
Share This

নিজস্ব প্রতিবেদক : ‘চাকরি করবো না চাকরি দেব’ ইকবাল বাহার স্যারের এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীতে ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’ এর এক ঝাঁক তরুণ-তরুণীদের মিটআপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাজশাহীর বাঘা উপজেলায় শাহদৌলা সরকারি ডিগ্রী কলেজের অডিটোরিয়াম রুমে এ মিটআপ অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হাসিবুল হাসান শান্তর সভাপতিত্বে ও সিনিয়র সদস্য রকি সরকারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা অ্যাম্বাসেডর আলামিন, সদস্য রানা, আদিব, মিনহাজুল, মাসুম, আমিনুল, নিশিত সরকার, সমীত সরকার, মাহফুজ, জাকারিয়া, সোহেল দেশমুখ, জান্নাতুল ফেরদৌস, আবিদা, মিম, আবদুল্লাহ, তুহিন, মামুনসহ অন্যান্য সদস্যরা।

মিটআপ অনুষ্ঠানটিতে প্রবীন উদ্দোক্তাদের মধ্যে ফুটপান্ডা ফুটওয়্যার, ভিগো কসমেটিকস এন্ড হারবাল, তৃপ্তি শপ, মি.অনলাইন শপ এবং আল হাসিব কর্পোরেশন সার্বিক সহযোগিতা করেন।

মিটআপে উদ্দোক্তা তৈরির লক্ষ্যে বিভিন্ন ওয়ার্কশপ করানো হয় এবং মোটিভেশনাল বক্তব্য প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক কাজ এবং মেডিটেশন প্রক্রিয়ায় জাতীয় সংগীত সহ কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

  • 89
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে