জলপ্রপাতের মধ্যেও উড়তে পারে এই পাখি

প্রকাশিত: ০১-১১-২০২০, সময়: ১৩:২১ |
Share This

পদ্মাটাইমস ডেস্ক : গ্রেট ডাস্কি সুইফট নামক আশ্চর্য এক পাখির প্রজাতি প্রবল বেগে পড়ন্ত জলপ্রপাতের মধ্য দিয়েও উড়ে যেতে সক্ষম। এই ঝুঁকি নেয়ার কারণ, তারা জলপ্রপাতের ভিতরের দিকে বাসা নির্মাণ করে।

এখানে শিকারি পাখিরা প্রবেশ করতে পারে না। ফলে সুইফট শিশুরা নিরাপদে বেড়ে ওঠে। তবে মানুষ এখন সুইফটদের জন্য নতুন বিপদ তৈরি করেছে।

সুইফটদের প্রজনন মৌসুমের শেষের দিকে, প্রায়ই বিদ্যুৎকেন্দ্রের সবগুলো গেট খোলা থাকে। পানির স্রোত বৃদ্ধি পাওয়ায়, অনেক বাবা-মাই নিজেদের বাসা ত্যাগ করতে বাধ্য হয়।

সুইফট শিশুদের এখনো পানিরোধক পালক গজায়নি। ফলে প্রতিবছর আকস্মিক প্লাবনে অনেক সুইফট শিশুই প্রাণ হারায়। শিশু পাখিরা কখনোই পানির পর্দার ওপাশের জগত দেখেনি।

তারা যদি নিজ উদ্যোগে জলপ্রপাতের ওপাশে না পৌঁছাতে পারে, বাঁচার কোনো আশা নেই। বিস্ময়করভাবে, অনেক শিশুই জলপ্রপাত ভেদ করে মুক্ত আকাশে পাড়ি জমায়।

অসাধারণ এই পাখিটি এমন একটি পরিবেশ বেছে নিয়েছে। যেখানে খুব কম সংখ্যক প্রাণীই টিকে থাকতে পারবে। এরপরও এদের টিকে থাকা মানুষের উপর নির্ভরশীল হয়ে উঠেছে।

  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে