সাহিত্যের জগৎ

প্রকাশিত: ১০-১০-২০২০, সময়: ২১:৪৩ |
Share This

লেখক : আমিনুল ইসলাম

সাহিত্যের জগৎ বিশাল বিস্তৃত
ঐ দূর নিলিমার মতো সীমাহীন,
আস্তিক নাস্তিক এখানে আশ্রিত
এখানে আশ্রিত দিন কিংবা বেদিন।

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান
নেই কোনো ভেদাভেদ সবাই সমান,
ধনী, গরিব কিংবা বাদশাহ, সুলতান
এখানে ছড়াতে পারে সাহিত্যের সুঘ্রাণ।

এ জগতে নেই ধর্মের গোড়ামী
এখানে নেই কৃষ্ণাঙ্গ শেতাঙ্গের দ্বন্দ্ব,
এ জগতে চলে না কোনো ভণ্ডামি
এখানে নৃত্য করে কাব্যের ছন্দ।

সাহিত্যের জগতে নেই সাম্প্রদায়িকতা
এখানে নেই রাজনৈতিক ভেদাভেদ,
এখানে খেলা করে মনুষ্যত্ব, মানবতা
এখানে নরপশুদের হয় মূলোচ্ছেদ।

এ জগতে আগুনে ঝলসে না মানুষ
এখানে মারোনাসত্রো হয় না আবিস্কার,
বোধ শক্তি দেয়া হয় থাকে যারা বেহুশ
এখানে মন্ত্র পাঠ হয় মানুষ গড়ার।

লেখক: আমিনুল ইসলাম
সাপাহার, নওগাঁ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে