শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রকাশিত: ১৬-০৯-২০২০, সময়: ১৩:৩৫ |
Share This

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্রী। সে উপজেলার মোবারকপুর ইউনিয়নের দাইপুখুরিয়া গ্রামের মৃত আবু বাক্কার সিদ্দিকের মেয়ে।

বুধবার সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনবার্সন কেন্দ্রের সহায়তায় পড়াশুনা করতো ওই ছাত্রী। গত ১০ সেপ্টেম্বর শেখ রাসেল সল শিশু প্রশিক্ষণ ও পুনবার্সন কেন্দ্র থেকে ওই ছাত্রীর খালা অসুস্থ্যতার কথা বলে কৌশলে বাড়ি নিয়ে যায় তার মা। পরে ১৪ সেপ্টেম্বর রাতে গোপনে দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি মিয়াপুর গ্রামের বাবর আলির ছেলে জসিমের সাথে বাল্যবিয়ের ব্যবস্থা করছে- এমন গোপন সংবাদ পেরে স্থানীয় গ্রামপুলিশের সহযোগিতায় বাল্যবিয়ে বন্ধ করা হয়। শেষে পুনরায় ওই ছাত্রীকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে আনা হয়। তার ১৮ বছর পুর্ণ না হওয়া পর্যন্ত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রেই থাকবে। তার সার্বিক দেখাশুনা করা হবে।

  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে