করোনার বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ১৯-০৫-২০২০, সময়: ১৩:২৫ |
Share This

দুঃসহ যন্ত্রনা এক ঘুরে ফিরে
দিন-রাত; চিকিৎসাবাড়ির উঠানে
পীড়িতের আহাজারি, তবুও
নির্ভরতায় বাতিঘর
অনেক অনেক দূর সরে গেছে;
যেন স্বপ্নের স্মৃতিরা
ক্ষয়ে ক্ষয়ে যায় প্রতিক্ষণ
বেদনারা শুধুই ডাকে
দুঃস্বপ্নের অচেনা আতঙ্কিত পথে।

থমকে গেছে পৃথিবী, ভয়ানক
শ্বাসকষ্ট তার, সময় তার এগুচ্ছে ধীরে-
অতি ধীরে, থমকে থমকে- ভয়ানক কষ্টে
প্রিয়জনদের দুঃখের দীর্ঘশ্বাসের মতো;
আর স্মৃতিরা ছড়িয়ে ছিঁটিয়ে যাচ্ছে
কোভিড ঊনিশের নীল বিষে।

হাজার বছরের সভ্যতা ও দাম্ভিকতা
চুরমার হয়ে যায় আজ-হতাশার লু হাওয়া
আমাদের হৃদয়ের আঙ্গিনায় কী গভীর
শীতলতা ছড়িয়ে যায় ঝরা শিউলীর মতো।

প্রতিকার নেই, শুধু প্রতিরোধ
অবরোধও নয়-হয়তো বা এখনো
কোন দূর ইচ্ছায় অব্যক্ত সুখ খুঁজি
তারাদের জগতে-নইতো কলঙ্কের
দাগ দেবে কলঙ্কিনী চাঁদ।

রক্তপাতহীন এই লড়াইয়ে
দৃশ্যমান মৃত্যুর মিছিল, ক্লান্তিহীন
যোদ্ধারা সংগ্রাম চায় না আর
তোমার সাথে,
তুমি চলে যাও-তুমি চলে যাও;
আলো ঝলমল প্রাণচঞ্চল কলকাকলীর
ধরণী থেকে দূরে সরে যাও-
তোমার অন্তর্নিহিত আকাঙ্খায়
তীব্র যন্ত্রনার নদীতে সাঁতার কাটতে
শেখেনি মানুষ। দোহাই করোনা-
মানুষে মানুষে জীবে জীবে
সৌহার্দ্যবোধের এ ধরায় থেকো
না তুমি; এসেছিলে যেখান থেকে
সেখানেই ফিরে যাও।

করোনা, চলে যাও নরক বা স্বর্গে;
দিতে চাই বিদায় সংবর্ধনা-
তোমার বিদায়কালে প্রকৃতি সেজেছে
আজ কৃষ্ণচূড়া ফুলে;
আরো সাজিয়ে দেব নাগেশ্বর,
পলাশ কনকচাঁপা দেবকাঞ্চনে।

ভক্তিভরে নয়, আতঙ্কিত তিক্ত
তিরস্কারে সাজিয়েছি ডালা;
বিদায়ের ডালা, বিদায় জানাই তোমাকে
অমোঘ শক্তিতে তুমি ক্ষয়ে যাও..
ক্ষয়ে যাও।

কবি ও সাংবাদিক- মাহবুব দুলাল

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে