অন্ধকার

প্রকাশিত: ০৮-০৫-২০২০, সময়: ১৩:৫৩ |
Share This

এইযে চুপ করে সন্ধ্যা নামা
এইযে রাতের সীমাহীন নিস্তব্ধতা,
এইযে অসীম যন্ত্রনা গুলো বিষাদময় অন্ধকারে মিলিয়ে যাওয়া।
এসব কেবল অন্ধকারের অসামান্য ক্ষমতার বহিঃপ্রকাশ!

অন্ধকারের প্রতীক্ষা যখন দৈর্ঘ্য বাড়ায় তখন কেবল সৃষ্টি হয় এক অবিশ্রান্ত জগৎ, এক রিক্ত পার্থিব জগতের খেলা।

অন্ধকার থেকে যখন নিস্তব্ধতার শব্দ ভেসে আসে তখন আমার বিক্ষিপ্ত অবচেতন মন গুলো কেন্দ্রীভূত হতে শুরু করে।

তবে কী এটা অন্ধকারের প্রতি ভালোবাসার প্রগাঢ় বহিঃপ্রকাশ?
নাকি এক রহস্যময় অলীক প্রত্যক্ষন আমাকে গ্রাসের নেশায় মত্ত?

হয়তো পার্থিব জগৎকে তীব্র ঘৃণার এক অদ্ভুত প্রতিদান!.

তবে এই অন্ধকারেই লুকিয়ে আছে এক ঝলমলে দিনের প্রতীক্ষা!
এইযে রাতের অসীম নির্জীবতা,বিষাদময়তা এগুলো কেবল দিনের আলোর নিমিত্তে পিপাসার্ত।

এক অদ্ভুত প্রতীক্ষা, এক অদ্ভুত প্রত্যাশা!

লেখক : আহমেদ কাজল,

ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে