আছে আবার নেই

প্রকাশিত: ১৭-০৪-২০২০, সময়: ১৯:১৩ |
Share This

পুরো গ্রহটাই কেমন বদলে গেছে
শূনশান নীরবতাই ছেয়েগেছে চারপাশ
বন্ধু স্বজন সকলি সামাজিক দূরত্বে
তবে স্মৃতিটা এখনো আছে আগের মত।

বিশালাকার জাহাজের আনাগোনা কমেগেছে
প্রমোদতরীর সৌখিন মানুষেরা নেমে গেছে
অযাচিত কোন বন্দরে
তবে সাগরের ঊর্মিদল এখনো আছে আগের মত।

জনাকীর্ণ স্টেশন আজ জনশূণ্য
হাইড্রোলিক হর্ণে চারপাশ কাঁপিয়ে
ট্রেন আর চলছেনা
তবে রেললাইনগুলো এখনো আছে আগের মত।

চিরচেনা শহরের ব্যস্ততা আর চোখে পড়েনা
পরিচিত বিশেষ মানুষদের আনাগোনা থেমে গেছে
তবে রাজপথ নদীবাঁক এখনো আছে আগের মত।

প্রতিদিনের ফোনালাপ দিনে দিনে বদলে গেছে
সম্ভাষণ আর খুনসুটির ভাষাটাও ঈষৎ খর্বকায়
অতীত নিয়ে নেই আর পর্যালোচনা
শুধু ভবিষ্যতে একটুখানি বেঁচে থাকার জোর প্রচেষ্টা
তবে নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি এখনো আছে আগের মত।

লেখক : শহিদুল ইসলাম বেলাল, লেকচারার, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলোজি (আইএইচটি), রাজশাহী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে