ধূসর ও নীল চোখের বিস্ময় শিশু সাগর

প্রকাশিত: ১৫-০১-২০২০, সময়: ১২:৩০ |
Share This

পদ্মাটাইমস ডেস্ক : এক বিস্ময় শিশু সাগর। তার এক চোখ ধূসর, অন্য চোখ নীল। কাছ থেকে দেখলে যে কেউই বিস্মিত হতে পারেন। তবে তার দৃষ্টিশক্তি স্বাভাবিক। কোনো সমস্যাও হয় না।

রাজধানীর কমলাপুরের পথশিশু সাগর মা-বাবার সঙ্গে থাকে খিলগাঁও তালতলা মার্কেটের ফুটপাতে। সেখানে দেখা মিলল তার পরিবারের। সাগরের বাবার চোখও ধূসর রঙের। মায়ের চোখ নীল। ওর বোন বীথির চোখও নীল। সাগরের ক্ষেত্রেই শুধু এই অস্বাভাবিকতা।

বিষয়টি খুবই অস্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের রেটিনা বিভাগের প্রধান অধ্যাপক ডা. দীপক কুমার নাগ এবং ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালের চিকিৎসক অধ্যাপক জাকিয়া সুলতানা শহীদ। শিশুটির চোখের বর্ণনা শুনে তারা ধারণা করছেন, জেনেটিক কারণেই এমনটি হয়ে থাকতে পারে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে