বাগাতিপাড়ায় পিইসি পরীক্ষায় উপজেলা সেরা হয়েছে সাংবাদিক কন্যা অর্থি

প্রকাশিত: ০১-০১-২০২০, সময়: ১৭:৫৮ |
Share This

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় সাংবাদিক কন্যা মিশকাতুল মঞ্জুর অর্থি উপজেলায় সর্বোচ্চ ৫৯০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। বুধবার উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মজনু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর ফলে অর্থি টানা চারবার উপজেলায় সেরা নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করল। সে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ পরীক্ষায় অংশ নেয়।

এর আগেও অর্থি তৃতীয় ও চতুর্থ শ্রেণীতেও মেধা যাচাই প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিক্ষা বিভাগের আয়োজনে কুইজ প্রতিযোগিতায় উপজেলায় সেরা নির্বাচিত হয়।

এছাড়া রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী প্যারাগন কিন্ডারগার্টেন থেকে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি লাভ করে। অর্থি দৈনিক যুগান্তরের পত্রিকার বাগাতিপাড়া প্রতিনিধি প্রভাষক মঞ্জুরুল আলম মাসুম ও শিক্ষিকা নজনীন সুলতানার কন্যা। সে সকলের দোয়া প্রার্থী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে