দারিদ্রতা তামান্নার স্বপ্ন পুরণে বাধা

প্রকাশিত: ০৯-০৬-২০২০, সময়: ১১:৩৮ |
Share This

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের নলডাঙ্গার তামান্না মারিয়াম তিমু এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে এবার এসএসসি পরীক্ষায় নলডাঙ্গা উপজেলার মির্জাপুরদিঘা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিল। সে পিএসসি ও জেএসসিতেও জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তামান্না মারিয়াম তিমুর স্বপ্ন ডাক্তার হওয়ার। কিন্তু তার এই স্বপ্ন পুরণে বাধা হয়েছে দরিদ্রতা।

মির্জাপুরদিঘা গ্রামের কৃষক শাহিন আলমের দুই মেয়ের ছেট তামান্না মারিয়াম তিমু। বড় মেয়ে শিশু খাতুনও মেধাবী শিক্ষার্থী। সে রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ইতিহাসের ছাত্রী। বৃদ্ধ বাবা-মা সহ ছয় সদস্যের সংসার চলে শাহিন আলমের একার আয়ে।

তামান্না বলেন, সে একজন সৎ ও আদর্শবান ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করতে চান। কিন্তু জানেননা অভাবের সংসারে তার সেই স্বপ্ন পুরণ হবে কিনা।

মা আফরিনা আক্তার বলেন, তার দুই মেয়ে খুব মেধাবী। স্কুল শিক্ষকদের সহায়তায় তার দুই মেয়ের পড়াশুনা এতদুর এগিয়েছে। তার বাবার সামান্য আয়ে ছোট মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন হয়ত স্বপ্নই থেকে যাবে।

স্কুলের প্রধান শিক্ষক শিশির প্রাসাদ তালুকদার বলেন, স্কুলের শিক্ষকরাই তাকে সহায়তা করেছেন। এখন উচ্চ শিক্ষার জন্য বৃত্তবানদের সহায়তা প্রয়োজন।

  • 38
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে