সরকারি চাকরির আবেদনের সময়সীমা বেড়েছে

প্রকাশিত: ১০-০৫-২০২০, সময়: ১১:৪২ |
Share This

পদ্মাটাইমস ডেস্ক : সরকারি কয়েকটি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়সীমা বেড়েছে।

১। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়

পদসংখ্যা : ১৪ ক্যাটাগরিতে ১৯০১টি পদ।

আবেদনের বর্ধিত সময়সীমা : ২০ মে ২০২০ ইং।

পদের নাম ও পদসংখ্যা :

ক. অডিটর—৫৩৮টি পদ

খ. জুনিয়র অডিটর—৪৫৭টি পদ

গ. অফিস সহায়ক—২৫৫টি পদ

ঘ. কম্পিউটার মুদ্রাক্ষরিক—৫৪৪টি পদ — ইত্যাদি পদ।

আবেদন ফি : ১১২ টাকা, ৫৬ টাকা।

অনলাইনে আবেদন : http://cga.teletalk.com.bd/apply.php

 

২। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়

পদের নাম ও পদসংখ্যা : সিনিয়র স্টাফ নার্স, ২৫৫০টি পদ।

আবেদনের বর্ধিত সময়সীমা : ১৭ মে ২০২০ ইং।

অনলাইনে আবেদন : http://bpsc.teletalk.com.bd/ncad/home.php

 

৩। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পদের নাম ও পদসংখ্যা :

ক. সহকারী প্রসিকিউটর—৪৫টি পদ

খ. অফিস সহায়ক—৫৫টি পদ

আবেদন ফি : ১১২ টাকা, ৫৬ টাকা।

আবেদনের বর্ধিত সময়সীমা : ১০ মে ২০২০ ইং।

অনলাইনে আবেদন : http://dnc.teletalk.com.bd

 

৪। বন সংরক্ষকের দপ্তর, বগুড়া

পদসমূহ : ৩ ক্যাটাগরির ১২টি পদ।

আবেদনের বর্ধিত সময়সীমা : অফিস খোলার পরে ১৫ কর্মদিবস পর্যন্ত।

বিস্তারিত : http://www.bforest.gov.bd/site/view/notices

  • 170
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে