জনতার পুলিশ

প্রকাশিত: ১৬-০৪-২০২০, সময়: ০০:০৬ |
Share This

বাহুতে বল হাতে অস্ত্র বুকে সাহস অসীম দেশপ্রেম,
বাংলাদেশ পুলিশ জনতার সম্পদ হবেই না শেষ।
সকলকে সাথে নিয়ে প্রতিরোধে হবেই করোনা শেষ,
সকল কাজেই থাকবে পুলিশের অবদানে দেশপ্রেম।

যেখানেই জাতির প্রয়োজন সাহসের মশাল নিয়ে,
পুলিশ আছে অন্ধকার রাতে, চিকিৎসাকের পাশে।
দাফন আর শ্মশান ঘাটে, অনাহারী অনাথের সাথে,
রাস্তা ও বাড়ির সীমানা চিন্তামুক্ত করাতেই অহংকার।

বাংলাদেশ পুলিশের শ্লোগান শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি,
প্রতিজ্ঞা করেছি দেশ মানুষের জন্যই আমাদের প্রাণ ।
একাত্তরে স্বাধীনতার জন্য প্রথম প্রতিরোধ করেছি,
জাতির জন্য উৎসর্গ করেছি বুকের তাজারক্ত প্রাণ।

জাতির মানুষ ঘুমায় যখন আমরা থাকি জেগে,
জন্মভূমি মা’গো তোমার ফুসফুসের বাতাসে পুলিশ।
অসহায়ের সম্পদ আর জীবনের আমানতদার,
পুলিশের ভিতরের জীবন জনতারই যেন দান।

জঙ্গীর বোমা করোনার ছোবল পুলিশের নেই ভয়,
জনতার ভালোবাসা এমনই শক্তি পুলিশ সাহসী।
সব বিপদে যেকোন প্রয়োজনে জাতির বন্ধু সে,
বাংলাদেশ পুলিশ সদস্য অহংকার সর্বদা সবার।

লেখক : মো জয়নুল আবেদীন, উপ-পুলিশ কমিশনার, মতিহার জোন, আরএমপি

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে