কেউ একজন

প্রকাশিত: ৩১-০৩-২০২০, সময়: ০৩:৩৮ |
Share This

কবি সুলতান মাহমুদ :

আমি চাই,
কেউ একজন আমার জীবনে এসে
শুধুমাত্র বলুক;
এখন থেকে নতুন করে স্বপ্ন দেখতে হবে,
এখন থেকে নতুন করে পরিকল্পনা
সাজাতে হবে।

আমি চাই,
কেউ একজন ঘুম থেকে জাগাতে
আমাকে সকালবেলা ডাকুক;
এইযে শুনছো?
তোমার অফিসের দেরি হয়ে যাচ্ছে তো।
আমি কাউকে রোজ সকালে এসে
বেড-টি দিয়ে যেতে বলছিনা।
আমি জানি, চাকুরীজীবি স্বামীদের স্ত্রী-রা
সকালের সময়টা রান্নাঘরে ব্যস্ত থাকে।

আমি চাই,
কেউ একজন অফিসে যাওয়ার সময়
আমাকে বিদায় দিয়ে বলুক;
দুপুরে কিন্তু বাড়িতে এসে খেয়ে যাবে,
বাহিরের খাবার খেলে তোমার শরীর
অসুস্থ হবে।
আমি কাউকে টেবিলে খাবার সাজিয়ে
রোজ বসে থাকতে বলছিনা।
আমি জানি, সকাল থেকে পরিশ্রম করে
বাঙালী মেয়েরা দুপুরে একটু ঘুমাতে
পছন্দ করে।

আমি চাই,
কেউ একজন বাহিরে গেলে
আমাকে নিয়ে একটু ভাবুক;
আমার কোন সমস্যা হলো কি না
আমি ঠিক-ঠাক মতো আছি কি না।

আমি চাই,
কেউ একজন আমার সাথে বসে
বিকালটা একটু আড্ডাতে মজুক;
আমি কাউকে রোজ নিয়ম করে
কফিও বানিয়ে দিতে বলছিনা।
আমি জানি, একটুখানি কফি গুঁড়া
ও চিনি গরম দুধে দিলে
এক কাপ সুন্দর কফি হবে।

আমি চাই,
কেউ একজন বিজলী চমকানো রাতে
আমাকে জড়িয়ে ধরে শুধুমাত্র বলুক;
আমার না খুব ভয় করছে।

কবি
সুলতান মাহমুদ
রাজশাহী কলেজ, রাজশাহী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে