এবতেদায়ী সমাপনীতে বাগমারার যাত্রাগাছি মাদরাসা শীর্ষে

প্রকাশিত: ০৪-০৩-২০২০, সময়: ২২:০৫ |
Share This

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : এবারের এবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফলে বাগমারার সেরা প্রতিষ্ঠান যাত্রাগাছি ফাজিল মাদরাসা। পরীক্ষায় শতভাগ পাশসহ ১১ জন বৃত্তি লাভ করায় উপজেলার ৪৭টি মাদরাসা মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম জানান, এ মাদরাসা থেকে এবার এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে সবাই উত্তীর্ন হয়েছে। উত্তীর্ণদের মধ্যে চারজন ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে সাতজন বৃত্তি লাভ করে। শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে শতভাগ সাফল্যে পরীক্ষায় উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বৃত্তি লাভে উত্তীর্ণ হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হচ্ছেন- মেজবাউল ইসলাম, আব্দুল হামিদ, সুমাইয়া আকতার ও আনিকা তাহসিন। সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তরা সোহেল রানা, এমরান আলী, সাবরিনা মুস্তারিন, জান্নাতুন ফেরদৌস, সাদিয়া খাতুন ও আফিয়া আন্নিকা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে