পায়ের আঙুল দিয়ে লিখেই সিংড়ার প্রতিবন্ধি রাসেলের জেডিসি পাস

প্রকাশিত: ০১-০১-২০২০, সময়: ১৭:৩৭ |
Share This

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের সিংড়ার প্রতিবন্ধি রাসেল তার ছোট্ট পায়ের আঙ্গুল দিয়ে লেখে এবারের জেডিসির পরীক্ষায় ৩ দশমিক ৩৯ পেয়ে পাশ করেছে। সিংড়া শহরের শোলাকুড়া মহল্লার দিন মজুর কৃষক আব্দুর রহিম মৃধার ছেলে রাসেলের দুই হাত ও ডান পা নেই।

বাঁ পা থাকলেও স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। সেই ছোট্র পায়ের আঙুল দিয়ে লিখে জেডিসি পাশ করে সকলকে বিস্মিত করেছে রাসেল।

রাসেলের বাবা আব্দুর রহিম মৃধা বলেন, তার প্রতিবন্ধি ছেলে রাসেল শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে জেডিসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। লেখা পড়ায় তার খুব আগ্রহ। কিন্তু দিনমজুরী করে যা আয় হয় তা দিয়ে সংসার চালাতেই শেষ হয়।

এরপর রয়েছে রাসেলের আবদারসহ চিকিৎসা খরচ। সে পড়তে পারলেও যে লিখতে পারবে তা কখনও ভাবতে পারেননি। তার শারিরীক প্রতিবন্ধীকতা তাকে দমাতে পারেনি। তার লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ও মনোবল দেখে ছেলে রাসেলের লেখাপড়ায় বাধা দেননি।

রাসেলের মা লাভলী বেগম জানান, তার দুটি সন্তান নিয়ে তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধী এই ছেলের বেঁচে থাকার জন্য একটি কর্মই তাদের আশা। সরকারি সহায়তা পেলে রাসেলকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবেন।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, ছেলেটির হাত ও পা না থাকা সত্বেও ছোট্র একটি পা দিয়ে লিখে পরীক্ষায় পাশ করা তার অদম্য স্পৃহা সকলকে মুগ্ধ করেছে। তার অদম্য ইচ্ছা ও আগ্রহ দেখে তাকে একটি হুইল চেয়ার এবং জেলা প্রশাসক মো. শাহরিয়াজ মহোদয় তার লেখাপড়ার জন্য ২৫ হাজার টাকা বরাদ্দ করেছেন। লেখা পড়া চালিয়ে যেতে তাকে সব ধরনের সহায়তা করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে