দুই প্লেনের সংঘর্ষের ঘটনায় বিমানের ৫ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত: মে ১২, ২০২২; সময়: ১০:৪৩ পূর্বাহ্ণ |
খবর > জাতীয়
দুই প্লেনের সংঘর্ষের ঘটনায় বিমানের ৫ কর্মকর্তা বরখাস্ত

পদ্মাটাইমস ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি বোয়িং এয়ারক্রাফটের পরস্পরের মধ্যে ধাক্কার ঘটনায় সংস্থাটির পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়ার কর্মকর্তারা হলেন, সংস্থাটির প্রধান প্রকৌশলী মোহাম্মদ বদরুল ইসলাম, প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, সৈয়দ বাহারুল ইসলাম, সেলিম হোসেন খান ও জিএসই অপারেটর মো. হাফিজুর রহমান।

বুধবার (১১ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই বোয়িং এয়ারক্রাফটের পরস্পরের ধাক্কার ঘটনায় প্রধান প্রকৌশলীসহ পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১০ এপ্রিল দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমানের বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭ মডেলের দুটি উড়োজাহাজের মধ্যে ধাক্কা লাগে। এতে বিমানের বোয়িং ৭৭৭ উড়োজাহাজের র‌্যাডোম ও সামনের বাল্কহেড এবং ৭৩৭ উড়োজাহাজের বাঁ দিকের আনুভূমিক স্ট্যাবিলাইজারের এক কোণের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

পরে এ ঘটনার সঠিক কারণ জানার জন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটির প্রতিবেদনে গাফিলতির অভিযোগ প্রমাণিত হওয়ার পরই এ পাঁচ কর্মকর্তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে