আকাশে উড়েও সিলেট যেতে পারেনি বিমান
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২; সময়: ১০:০৪ am |
খবর > জাতীয় / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিল বিজি ৩২৩৯ বাংলাদেশ বিমানের ফ্লাইট। কিন্তু পথে বৈরী আবহাওয়া ও বজ্রপাতের কারণে সেটি আকাশে ৪০ মিনিট উড়ার পর ঢাকায় ফেরত আসতে বাধ্য হয়েছে।
বিমানটি মঙ্গলবার রাত ১১ টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিল বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি সিলেট হয়ে সৌদির রিয়াদে যাওয়ার কথা ছিল। কিন্তু পথে বৈরী আবহাওয়া, ঝড় বৃষ্টি ও বজ্রপাতের কারণে সেটি ওসমানী বিমানবন্দরে ল্যান্ড না ৯০ কিলোমিটার থেকে আগেই সরাসরি ঢাকার শাহজালালে ফেরত আসে।
এ বিষয়ে বিমান এয়ারলাইন্সের কারো বক্তব্য পাওয়া যায়নি।