কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। উত্তরার আজমপুর রবীন্দ্র সরণি আমির কমপ্লেক্সের সামনে আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আকতারুজ্জামান ইলিয়াস এ তথ্য জানিয়েছেন। নিহত তিন জন হলেন—এনামুল, হনুফা বেগম ও অনিক।
মৃত হনুফার মেয়ে সাদিয়া সুলতানার বরাত দিয়ে ওসি জানান, নিহত তিন জনের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তাঁরা রাজধানীর রায়েরবাজার এলাকায় থাকতেন। এর মধ্যে হনুফা বাসাবাড়িতে কাজ করতেন। আর, রায়েরবাজারে রিকশা মেরামতের গ্যারেজে কাজ করতেন অনিক।
ওসি আকতারুজ্জামান ইলিয়াস বলেন, ‘আজ বৃহস্পতিবার ভোরে এনামুলের মোটরসাইকেলে করে অনিকের বাবা অসুস্থ ইয়াকুবকে দেখতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় যাচ্ছিলেন হনুফা বেগম। সঙ্গে ছিলেন অনিকও। পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা।’
মো. আকতারুজ্জামান ইলিয়াস বলেন, ‘কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই হনুফা ও এনামুল মারা যান। পরে অনিককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান।’
এদিকে, ঘটনাস্থল থেকে হনুফা ও এনামুলের লাশ মর্গে নেওয়া হচ্ছে। এ ছাড়া অনিকের লাশ এরই মধ্যে মর্গে নিয়ে যাওয়া হয়েছে।