গণমাধ্যম কর্মীকে গ্রেপ্তারে যাচাই-বাছাইয়ের পরামর্শ আইনমন্ত্রীর

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২; সময়: ৮:৫৫ অপরাহ্ণ |
গণমাধ্যম কর্মীকে গ্রেপ্তারে যাচাই-বাছাইয়ের পরামর্শ আইনমন্ত্রীর

পদ্মাটাইমস ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেয়া বা গণমাধ্যম কর্মীদের গ্রেপ্তারের আগে প্রশাসনকে যাচাই-বাছাইয়ের পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী।

বৃহস্পতিবার বিকেলে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে একথা বলেন তিনি।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মোবাইল কোর্ট অ্যাক্টসহ সাম্প্রতিক বিষয়ে ডিসিদের বলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ করার সঙ্গে সঙ্গেই সেটিকে মামলা হিসেবে না নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেয়া বা গণমাধ্যম কর্মীদের গ্রেপ্তারের আগে প্রশাসনকে যাচাই-বাছাই করতে হবে। প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইনেও কিছুটা সংশোধন হতে পারে। এ সময় জাতিসংঘসহ মানবাধিকার সংস্থার পরামর্শ আমলে নেয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে